দিন দিন অবনতির দিকে যাচ্ছে ভারত-পাকিস্তান সম্পর্ক। সীমান্তে গোলাগুলি অব্যাহত রয়েছে দুই দেশের সেনাদের। এমন উত্তেজনাকর মুহূর্তে ৩৬০ ভারতীয়কে মুক্তি দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, চলতি মাসেই এই ৩৬০ জন ভারতীয়কে মুক্তি দেওয়া হবে। এর মধ্যে ৩৫৫ জন ভারতীয় মৎস্যজীবী এবং পাঁচ জন সাধারণ নাগরিক।
এরা পাকিস্তানের জেলে নিজেদের শাস্তির মেয়াদ কাটিয়ে ফেলেছেন তাই এদের শিগগিরই মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ ফয়জল।
কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ এর বাসে আত্মঘাতী হামলার পর থেকেই দুই দেশের সম্পর্কে আরও খারাপ প্রভাব পড়ে। পুলওয়ামা হামলার জবাব দিতে পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় ভারত।
এরপরই পাল্টাপাল্টি বিমান হামলা চালায় দুই দেশ। এসময় ভারতের এক পাইলটকে আটকের পরও কয়েক ঘণ্টার ব্যবধানে মুক্তি দেয় ইমরান খান সরকার।
এ ঘটনার পর দুই দেশের পাল্টাপাল্টি বিমান হামলা বন্ধ হলেও কাশ্মীর সীমান্তে গোলাগুলি অব্যাহত রেখেছে দুই দেশের সেনারা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।