নিয়মিত নিত্য-নতুন বিষয়-বৈচিত্র্যের অনুষ্ঠান সম্প্রচার করে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেশের একমাত্র শিশুতোষ ও পারিবারিক টিভি চ্যানেল দুরন্ত টেলিভিশন। নন্দনময় ও কর্মমুখর এই পথ চলায় সর্বস্তরের দর্শক-শুভাকাঙ্ক্ষী-শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের অকৃত্রিম সহযোগিতায় প্রতিনিয়ত আরো নতুন বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান উপহার দেওয়ার প্রয়াস রাখছে জনপ্রিয় এই টেলিভিশন চ্যানেলটি।
সেই ধারাবাহিকতায় আগামী ১৪ এপ্রিল রবিবার বাংলা নববর্ষের প্রথমদিন থেকে শুরু হতে যাচ্ছে দুরন্ত টেলিভিশনের ৭ম মৌসুমের অনুষ্ঠান সম্প্রচার। এ উপলক্ষে ৬ এপ্রিল শনিবার দুরন্ত টেলিভিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নতুন সৃজনে প্রচারিতব্য নতুন ধারাবাহিক ‘গুড্ডুবুড়া’র রচয়িতা লেখক-সাংবাদিক আনিসুল হক, পরিচালক তোফায়েল সরকার, গীতিকার কবির বকুল, ‘মনের জাদুকর’- এর পরিচালক দীপংকর দীপন, অভিনেত্রী লাকী ইনাম, ‘ছুটির দিনে’- এর পরিচালক বদরুল আলম রিয়েল ও শিল্পী মুনীর হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন ‘আনন্দ উৎসব’-এর পরিচালক ফাহিমা আহমেদ চৈতি, বিদেশী অনুষ্ঠানসমূহের নির্বাহী প্রযোজক শাহাদাৎ হোসেনসহ সকল অনুষ্ঠানের শিল্পী, শিশুশিল্পী, পরিচালক, প্রযোজক, কলাকুশলী এবং দুরন্ত টেলিভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।