আইন কমিশনের গাড়ি চালকের ৪ বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট

কারাদন্ড
প্রতীকী ছবি

আদালত মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় বাংলাদেশ আইন কমিশনের সাবেক গাড়ি চালক সামছুল আলমকে ৪ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

এছাড়া তার সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ ৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

সেই সঙ্গে মানি লন্ডারিংয়ে যুক্ত থাকায় ১ কোটি ৪০ লাখ ২৭ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ৭০ লাখ ১৪ হাজার টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে ২০১৪ সালের ৮ জুলাই শাহবাগ থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ১১ জুলাই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক।

বিচারকাজ চলাকালে আদালত চার্জশিটভুক্ত ৯ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে