মতিন খসরু গ্রিন লাইনের মামলা পরিচালনায় রাজি হলেন না

ডেস্ক রিপোর্ট

আইনজীবী আব্দুল মতিন খসরু
ফাইল ছবি

গ্রিন লাইনের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ আবেদন করা হয়। আবেদনে এই মামলায় পক্ষভুক্ত আবেদন করেছে তারা।

তবে সিনিয়র আইনজীবী আব্দুল মতিন খসরু এমপি মালিক সমিতির পক্ষে মামলাটি লড়তে রাজি হননি।

তিনি বলেন, রাসেল সরকারকে বাস চাপা দিয়ে পা বিচ্ছিনের ঘটনাটি বেদনাদায়। মানসিকভাবে আমি ভিকটিমের পক্ষে। বিবেকের তাড়নায় আমি ক্ষতিপূরণের বিপক্ষে করা আবেদনে দাঁড়াতে পারি না। আমাকে মামলা লড়ার জন্য ফিস দিয়েছিল। সেটা ফেরত দিয়েছি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে