ওমানের আল বারকায় বাংলাদেশি ব্যবসায়ী শহিদুল ইসলামের কারখানা আগুনে পুড়ে বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এসময় আগুন নিয়ন্ত্রণের সব ধরনের ব্যবস্থা থাকায় কোনো রকমের প্রাণহানি ঘটেনি। তবে রক্ষা করা যায়নি মূল্যবান মালামাল।
ইলেকট্রিক শট সার্কিট থেকে মূলত এই আগুনের সূত্রপাত ঘটেছে বলে নিশ্চিত করেছেন শহিদুল ইসলাম।
প্রতিদিন প্রায় অর্ধশত বাংলাদেশি শ্রমিক এই কারখানাতে উন্নত মানের বালিশ, কম্ফোর্টার, ওমানি মজলিস তাকিয়াসহ বিভিন্ন ফার্নিচার আইটেম তৈরি করত।
জানা যায়, কারখানাটিতে এর আগেও তিনবার আগুন লেগেছিল। ২০০৮ সাল ও ২০১৪ সাল এবং সর্বশেষ সোমবার আগুন লেগে বিশাল ক্ষতির সম্মুখীন হন ফেনীর ব্যবসায়ী মুহাম্মদ শহিদুল ইসলাম।