বিজেপির গাড়িবহরে মাওবাদীদের হামলায় নিহত ৫

ডেস্ক রিপোর্ট

হামলা

ভারতে ভোটের ঠিক দুদিন আগে দেশটির ছত্তিসগড়ে বড়সড় হামলা চালিয়েছে মাওবাদীরা। দন্তেওয়াড়ায় মাওবাদীদের এই হামলায় নিহত হয়েছেন বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভির। এছাড়া তার এবং কনভয়ের নিরাপত্তায় থাকা আরো চার নিরাপত্তা কর্মীরও মৃত্যু হয়েছে বলে দেশটির স্থানীয় খবরে বলা হয়েছে। হামলার পর থেকেই চলছে গোলাগুলি।  খবর আনন্দবাজার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দন্তেওয়াড়ায় ভোটপ্রচারে যাচ্ছিলেন বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি। সেই সময়ই কুয়াকোন্টা ও সিয়ামগিরির মাঝে কনভয়ে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। পুলিশ-প্রশাসন সূত্রে খবর, হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি নিহত হয়েছেন। তার প্রচার কনভয়ের সঙ্গে থাকা চার নিরাপত্তা কর্মীরও মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাস্থলের ছবি দেখে বিশেষজ্ঞদের অনুমান, আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল বৃহস্পতিবার দেশটির ছত্তীসগঢ়েও প্রথম দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফায় মাওবাদী অধ্যুষিত একমাত্র বস্তার আসনেই ভোটগ্রহণ হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে