ভুয়া সংবাদ ছড়ানো ঠেকাতে সম্ভাব্য সব ধরনের কাজ করছে ফেসবুকের মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। সম্প্রতি আরও উন্নত ‘প্রাইভেসি সেটিংস’ চালু করেছে প্রতিষ্ঠানটি। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য নতুন একটি ফিচারের পরীক্ষা চালাচ্ছে।
ভারতের প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ জানায়, হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য নতুন একটি ফিচার চালু করতে পুরোদমে কাজ করছে কর্তৃপক্ষ। এই ফিচারটির সাহায্যে খুব বেশি শেয়ার হচ্ছে এমন সব নিউজ লিংক ব্লক করে দেওয়া যাবে। কোন নিউজ লিংক সবচেয়ে বেশি শেয়ার হচ্ছে এটা জানার জন্য নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। দ্রুতই ফিচারটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে।
গেজেটস নাউ বলছে, দুটি ফিচারই পরীক্ষামূলক পর্যায়ে আছে। দুটোকেই হয়তো একসঙ্গে বাজারে ছাড়া হবে। তখন এ বিষয়ে ইতিবাচক সুবিধা পাবেন গ্রাহকরা। বিশেষ করে ভুয়া সংবাদ সহজেই চিহ্নিত করতে পারবেন এবং সেগুলো ছড়ানো বন্ধ করতে ভূমিকা রাখতে পারবেন। এই দুটি ফিচার এলে ব্যবহারকারীদের প্রতারিত হওয়ার হার অনেক কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।