বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা ভাষাভাষীদের ‘শুভ নববর্ষ’ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে মরগ্যান অরটেগাস এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জনগণ ও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সারাবিশ্বের বাঙালিদের নতুন বছরটি আনন্দ আর উৎসবমুখর হবে বলে আশা করছি।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে বাঙালিরা নতুন বছরকে বর্ণাঢ্য উৎসবে বরণ করবেন। এর মধ্য দিয়ে বাংলা ভাষা আর ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতির জয়গান ধ্বনিত হবে। এমন আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুদীর্ঘ ইতিহাসের প্রতিফলন ঘটবে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও মজবুত হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।