আবুল হাসান সাহিত্য পুরস্কারের জন্য পাণ্ডুলিপি আহ্বান

ডেস্ক রিপোর্ট

পাণ্ডুলিপি আহ্বান
আবুল হাসান সাহিত্য পুরস্কাররের জন্য পাণ্ডুলিপি আহ্বান

অনলাইন সাহিত্যপত্রিকা ‘পরস্পর’ ও প্রকাশনা সংস্থা ‘অগ্রদূত’-এর যৌথ উদ্যোগে প্রবর্তিত ‘আবুল হাসান সাহিত্য পুরস্কার’-এর জন্য পাণ্ডুলিপি আহ্বান করা হচ্ছে। ২০১৯ সালের জন্য পাণ্ডুলিপি প্রেরণের শর্ত নিম্নরূপ :

যে কোনো দেশের বাংলাভাষী লেখক এতে অংশ নিতে পারবেন।

লেখকের বয়ঃসীমা ১৮—৩৫ বছর হতে হবে, ৩১ মে ২০১৯ নাগাদ।

পাণ্ডুলিপির বিষয় সৃজনশীল রচনা (কবিতা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি), মৌলিক গবেষণা ও অনুবাদ।

পাণ্ডুলিপির ১টি প্রিন্ট কপি ও ১টি পিডিএফ ফাইল পাঠাতে হবে যথাক্রমে এই ঠিকানায় :


প্রিন্ট কপির জন্য—

অগ্রদূত অ্যান্ড কোম্পানি

আনোয়ারা মঞ্জিল (২য় তলা)

৮৫, ল্যাবরেটরি রোড, ঢাকা-১২০৫

+৮৮ ০১৭৫২ ১৭৬৬৭১, +৮৮ ০২ ৯৬৬৬০৮৮


পিডিএফ কপির জন্য—

porospor2015@gmail.com

পাণ্ডুলিপি জমা দেয়ার সময় : ১৪ এপ্রিল ২০১৯ থেকে ৩১ মে ২০১৯।

উল্লেখ্য যে, এই পুরস্কারের মূল্যমান ১০১১০১ (এক লক্ষ এক হাজার একশ এক) টাকা। আবুল হাসান সাহিত্য পুরস্কারের আর্থিক সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। পুরস্কার কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। উপদেষ্টা হিশেবে আছেন কবি মোহাম্মদ রফিক।

ইতিপূর্বে আবুল হাসান সাহিত্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে ২০১৭ সালে অনুপম মণ্ডলের কবিতা-পাণ্ডুলিপি ‘অহম ও অশ্রুমঞ্জরি’ এবং ২০১৮ সালে মোজাফ্‌ফর হোসেনের গল্প-পাণ্ডুলিপি ‘পরাধীন দেশের স্বাধীন মানুষেরা’।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে