কলমাকান্দায় বর্ষবরণে প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :

কলমাকান্দায় বর্ষবরনে প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন
কলমাকান্দায় বর্ষবরনে প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন । ছবি শেখ শামীম

নেত্রকোণার কলমাকান্দায় আজ রোববার  দুপুর ২ টায় উপজেলা প্রশাসনের  ব্যতিক্রমী আয়োজন  বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সমন্বয়ে নদীতে স্নান হয়েছে।

” এসো করো স্নান ‘ নবধারা জলে ” এর অংশ হিসাবে নদীতে স্নান করার পর ইউএনও  মো. জাকির হোসেন বলেন আগের দিনের আমাদের দেশের কৃষকরা সকালে ঘুম থেকে উঠে  স্নান করতেন।

তারই আলোকে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন মিলে নদী দখলের বিরুদ্ধে প্রতীকী আন্দোলনের অংশ হিসাবে “এসো করো স্নান ‘ নবধারা জলে ” এর অংশ হিসাবে উপজেলার  উব্দাখালি নদীতে সাঁতার কাটা হয়।

universel cardiac hospital

তিনি বলেন অতিদ্রুত উব্দাখালি নদীকে পরিবেশ দূষণ মুক্ত করা ও অবৈধভাবে নদী দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুয়েল  সি সাংমা, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ আল মামুন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ ফারুক হোসেন,  থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাজহারুল করিম, সহকারি ভূমি কর্মকর্তা মোঃ মশিউর রহমান সেলিম ও মোহাম্মদ সালমান কবির মাসুদ প্রমুখ। 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে