আজ থেকে পূর্বঘোষিত সব কর্মসূচি স্থগিত করেছেন পাটকল শ্রমিক লীগ এবং সিবিএ নেতারা। সোমবার বিকালে রাজধানীর শ্রম অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানসহ রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর সিবিএ-ননসিবিএ নেতারা এবং বিজেএমসি কর্তৃপক্ষ এ সভায় অংশগ্রহণ করেন।
সভায় সর্বসম্মতিক্রমে ৫ দফা সিদ্ধান্ত হয়। এগুলো হলো-
১) ১৭ মে’র মধ্যে পাটকল শ্রমিকদের মজুরি ফিক্সেশন সম্পন্ন করা হবে এবং ১৮ মে’র মধ্যে খাতায় উঠবে, অর্থাৎ শ্রমিকদের অনুকূলে মজুরি স্লিপ প্রদান করা হবে।
২) ২৫ এপ্রিলের মধ্যে ১০ সপ্তাহের বকেয়া মজুরি আগের হারে এবং তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে।
৩) শবেবরাত উপলক্ষে মিল থেকে শ্রমিকদের এক সপ্তাহের মজুরি পরিশোধের জন্য বিজেএমসি কর্তৃক মিল কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হবে।
৪) ৮ মে বিজেএমসি কার্যালয়ে বিজেএমসি কর্তৃপক্ষ এবং পাটকল শ্রমিক লীগ ও সিবিএ নেতারা অন্যান্য দাবিদাওয়ার বিষয়ে আলোচনা করবেন।
৫) পাটকল শ্রমিক লীগ এবং সিবিএ নেতাদের ঘোষিত সব কর্মসূচি আজ থেকে স্থগিত করা হবে।
উল্লেখ্য, শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি পরিশোধ ও প্রস্তাবিত
মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৯৬ ঘণ্টার ধর্মঘটের ডাক দেন পাটকল শ্রমিকরা। সোমবার
সকাল ৬টা থেকে একযোগে এই কর্মসূচি পালন করে আসছিল খুলনা
অঞ্চলের ৯টিসহ সারা দেশের রাষ্ট্রায়ত্ত ২২টি পাটকল শ্রমিকরা।