ফিলিস্তিন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক ডেকেছে আরবলীগ

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিন বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে আরবলীগ
ফিলিস্তিনে গ্রেফতার বাড়িয়েছে ইসরাইল। ছবি : আল আরাবিয়্যাহ


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক গোলান মালভূমি ইসরাইলের সার্বভৌমত্ব হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকে ফিলিস্তিনজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

আরবলীগ ইসরাইলি আগ্রাসন বেড়ে যাওয়ায় ফিলিস্তিন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বান করেছে।

মিসরের রাজধানী কায়রোতে আগামী রোববার এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

universel cardiac hospital

আরবলীগের সেক্রেটারি জেনারেলের মুখপাত্র হুসাম আয যাকি জানান, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুরোধে এ বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে তিনিও উপস্থিত থাকবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক গোলান মালভূমি ইসরাইলের সার্বভৌমত্ব হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকে ফিলিস্তিনজুড়ে উত্তেজনা বিরাজ করছে। সৌদি আরবসহ অন্যান্য দেশগুলো ট্রাম্পের এ ঘোষণা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।

নির্বাচনে জয়ী হলে অবরুদ্ধ ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনের পর ফিলিস্তিনে গ্রেফতার বাড়িয়েছে অবৈধ এ ইহুদি রাষ্ট্রটি।

নির্বাচন-পরবর্তী ইসরাইলের অবস্থান ও ফিলিস্তিনের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে আরবলীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আগামী বৈঠকে।

সূত্র: আল আরাবিয়্যাহ

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে