শবে বরাত নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই: হাইকোর্ট

আইন ও বিচার

বাংলাদেশ সুপ্রিম কোর্ট
ফাইল ছবি

শবে বরাত নিয়ে এখন আর বিভ্রান্তির অবকাশ নেই বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

৬ এপ্রিল চাঁদ দেখা গেছে মর্মে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে বুধবার এক রিটের অনুমতি চাওয়া হলে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

হাইকোর্ট বলেন, ‘এখন একবারেই লাস্ট স্টেজ। এ অবস্থায় নতুন করে বিভ্রান্তির অবকাশ নেই।’

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। আবেদনের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান গণমাধ্যমকে জানান, ‘আবেদনকারীদের কথা হচ্ছে– ৬ এপ্রিল চাঁদ দেখা গেছে। সে অনুসারে ২০ তারিখ শবে বরাত। এর পক্ষে কিছু তথ্য নিয়ে ১০ জন আবেদন করতে চাচ্ছেন। পারমিশনের জন্য আদালতে এসেছিলাম। আদালত রিফিউজ করে বললেন, আমরা পারমিশন দেবো না।’

এর আগে মঙ্গলবার আগামী ২১ এপ্রিলই শবে বরাত পালন করা হবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, ‘শাবান মাসের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তি নেই।’

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা করে, ৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং আগামী ২১ এপ্রিল দিনগত রাতে পবিত্র লায়লাতুল বরাত পালিত হবে। তবে ‘মজলিসু রুইয়াতিল হিলাল’ নামে একটি সংগঠন দাবি করে, ২০ এপ্রিল দিবাগত রাতে পবিত্র লায়লাতুল বরাত পালিত হওয়ার কথা। এ নিয়ে বিতর্ক এড়াতে জরুরি বৈঠক ডাকে সরকার।

এরপর মঙ্গলবার ধর্ম প্রতিমন্ত্রী জানান, ২১ এপ্রিলই পবিত্র শবে বরাত পালিত হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে