৯ সদস্যের বাংলাদেশ দল এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ-২০১৯ এ অংশ নিতে আজ শুক্রবার সন্ধ্যায় কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে।
কাতারের দোহায় ২১-২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে ২৩তম এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। যেখানে বাংলাদেশের পাঁচজন অ্যাথলেট ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটারে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
৯ সদস্যের বাংলাদেশ দলে ২ জন কংগ্রেস ডেলিগেট, ১ জন কোচ, ১ জন ম্যানেজার ও ৫ জন খেলোয়াড় রয়েছেন।
খেলোয়াড়রা হলেন- মো. ইসমাইল (১০০ মিটার স্প্রিন্ট), মো. হাসান মিয়া (১০০ মিটার স্প্রিন্ট), মো. জহির রায়হান (৪০০মিটার), শিরিন আক্তার (১০০ মিটার) ও সোহাগী আক্তার (১০০ ও ২০০ মিটার)।
প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে ২৪ এপ্রিল দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।
২৩তম এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৪৪টি দেশের ৭০০ জন নামকরা অ্যাথলেট (নারী ও পুরুষ) অংশ নিবেন। যারা চারদিন ব্যাপী ২১টি পুরুষ, ২১টি নারী ও মিশ্র রিলে ইভেন্টে ১৮৬টি পদকের জন্য লড়বেন।
৭০০ অ্যাথলেটের পাশাপাশি বিভিন্ন দেশের ৪৫০ জন অফিসিয়ালদের পদচারণায় মুখর হবে কাতারের দোহা শহর।