১৪ কেজি সোনা মিলল ইউএস বাংলার বিমানের টয়লেটে

ডেস্ক রিপোর্ট

উদ্ধার করা সোনার বার
উদ্ধার করা সোনার বার। ছবি : সংগৃহিত

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ইউএস বাংলার একটি বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি সোনার বার উদ্ধার করেছে। আটককৃত সোনার দাম আনুমানিক ৭ কোটি টাকা বলে জানা গেছে।

আজ শনিবার বিকালে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা একটি বিমানের টয়লেট তল্লাশি করে এসব সোনার বার উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে  ব্যাংকক থেকে আসা ইউএস বাংলার বিএস ২১৪ নম্বরের একটি ফ্লাইট শাহজালালে অবতরণ করে। ওই সময় শুল্ক গোয়েন্দারা জানতে পারেন, ব্যাংকক থেকে আসা ওই বিমানে সোনার বার রয়েছে।

এরপর শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সদস্যরা ওই বিমানের দিকে নজর রাখেন। বিমানটি অবতরণের পর তল্লাশি করা হয়। এক পর্যায়ে বিমানের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি ওজনের ১২০টি সোনার বার পাওয়া যায়। আটককৃত  সোনার বারের দাম আনুমানিক সাত কোটি টাকা।

এ ঘটনায় শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে