উল্লাপাড়ায় ”বন্দুকযুদ্ধে” মাদক ব্যবসায়ী নিহত

সারাদেশ ডেস্ক

উল্লাপাড়া
চার মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) গোলাম মোস্তফা ও উপপরিদর্শক মোশারফ হোসেন আহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আজ শনিবার ভোরে পৌরসভাধীন ঘোষগাঁতী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল (৩২) পৌরসভাধীন কাওয়াক মহল্লার আব্দুর রশীদের ছেলে।

universel cardiac hospital

আটকরা হলেন, উল্লাপাড়া পৌরসভাধীন ঘোষগাঁতী এলাকার সাধন চন্দ্র সাহার ছেলে সজীব কুমার সাহা ওরফে গণেশ (২৪), সঞ্জয় চন্দ্র সাহা (১৯), মৃত আব্দুস ছালামের ছেলে সনি আহমেদ (৩৫) ও বেলকুচির ক্ষুদ্র ঘুপরেহী গ্রামের সুলতানের ছেলে সেলিম রেজা (২৪)।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশের দল পৌরসভাধীন ঘোষগাঁতী এলাকায় অভিযান চালায়। এ সময় টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

পুলিশও পাল্টা গুলি ছুড়লে মোস্তফা কামাল (৩২) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হন।

এ সময় উল্লাপাড়া মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) গোলাম মোস্তফা ও উপপরিদর্শক মোশারফ হোসেন আহত হন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ওসি আরও জানান, নিহত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় ১১টি মামলা রয়েছে এবং আটক মাদক ব্যবসায়ীদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে