দীর্ঘ বিরতির পর গানে ফিরলেন মেহের আফরোজ শাওন

ডেস্ক রিপোর্ট

অবশেষে দীর্ঘ বিরতির পর গানে ফিরলেন মেহের আফরোজ শাওন। গানের নাম ‘ইলশে গুঁড়ি’। লিখেছেন জুলফিকার রাসেল। এর সুর করেছেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী-সুরকার নচিকেতা চক্রবর্তী। গানটির সংগীত আয়োজন করেছেন তুনাই দেবাশীষ গাঙ্গুলী। কিন্নর দলের পরিবেশনায় ও ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে ২২ এপ্রিল, রোববার মুক্তি পাচ্ছে গানটির ভিডিও।

মিউজিক ভিডিওর পরিচালক মীর শরিফুল করিম শ্রাবণ জানান, শাওন নিজেই এই ভিডিওতে পর্দার সামনে এসেছেন বহুদিন পরে। তাই এটা তার ভক্তদের জন্য বড় চমক।

universel cardiac hospital

নিজের গান এবং গানের ভিডিওতে অভিনয় প্রসঙ্গে শাওন জানালেন- ‘এটা একটা ঘোর লাগা গান। এটা একটা মায়া ভরা গান। এতে প্রকৃতিতে ফিরে যাবার ব্যাকুলতা আছে। নিজের মনের খাঁচা খুলে মুক্ত হবার ইচ্ছা আছে। হাসতে মানা নাই, কাঁদতেও দ্বিধা নাই। আশা নিয়ে, মাথা তুলে বাঁচার আশা আছে। মিউজিক ভিডিওটা এই আবেগগুলো ধারণ করেই তৈরি হয়েছে।

ধ্রুব মিউজিক স্টেশন ডিএমএস জানায়, তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ‘ইলশে গুঁড়ি’ গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে