পুঁজিবাজার : সূচকে উন্নতি দিয়ে সপ্তাহ শুরু

ডেস্ক রিপোর্ট

শেয়ারবাজার
ফাইল ছবি

বাংলাদেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের প্রথম দিনের লেনদেনে সূচক সামান্য বেড়েছে।

আজ রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩২৩ দশমিক ৭৩ পয়েন্টে।

universel cardiac hospital

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ৪ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২৬৯ দশমিক ৮২ পয়েন্টে।

ডিএসইতে ৩৫১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তা বৃহস্পতিবারের তুলনায় ২৯ লাখ টাকা। ওই দিন ডিএসইতে লেনদেন ছিল ৩৫২ কোটি ১৩ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৪২টির। আর অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩২৩ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩১ পয়েন্টে। আর ডিএস৩০ ৪ দশমিক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯২ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৪৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ৩০ কোটি ১২ লাখ টাকা বেশি।

লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে