কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

সারাদেশ ডেস্ক

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তের কেরুনতলী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদকবিক্রেতা নিহত হয়েছেন।

সোমবার ভোরে আবুল কাশেমের বাঁশ বাগানে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। এসময় ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা, কিরিচ ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

নিহত দুই রোহিঙ্গা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম (২১) ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নবী হোসেনের ছেলে ফারুক হোসেন (২৫)।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দীপংকর রায় জানান, ভোরে পালংখালীর কেরুনতলী এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদকবিক্রেতা নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে এ ঘটনায় বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে