ব্রাহ্মণবাড়িয়ায় ২ ফার্মেসি সিলগালা

ডেস্ক রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ায় ২ ফার্মেসি সিলগালা
সিলগালা করা হচ্ছে দুই ফার্মেসী। ছবি : সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালত ২টি ফার্মেসি সিলগালাসহ জরিমানা করেছেন।

আজ সোমবার দুপুরে শহরের বি.বাড়িয়া স্কুল মার্কেটে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

universel cardiac hospital

অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এরা হলেন- ‘হোসাইনীয়া মেডিকেল হলে’র সাইফুল ইসলাম এবং ‘ভরসা ফার্মেসি’র কিবরিয়া ও মহিউদ্দিন রনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার গণমাধ্যমকে জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির দায়ে হোসাইনীয়া মেডিকেল হল ও আল্লাহ্ ভরসা ফার্মেসি সিলগালা করে দেয়া হয়েছে।

এছাড়াও ‘হোসাইনীয়া মেডিকেল হল’কে ৫০ হাজার টাকা ও ‘আল্লাহ ভরসা ফার্মেসি’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর আটক তিনজনের মধ্যে সাইফুল ইসলামকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ‘আল্লাহ ভরসা ফার্মেসি’র দুইজনকে জরিমানার টাকা না দেয়ায় আটক করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে