কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
উখিয়ার থানার ওসি আবুল খায়ের জানান, উখিয়া রোহিঙ্গা শিবিরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছছে। যাতে কোন ধরনের অপীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে নজরদারী রাখা হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনো নিশ্চত হওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০১৭ সালে ২৫ আগস্টের পর মিয়ানমার সেনাদের অভিযানের মুখে পড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা নাফনদী পেরিয়ে কক্সবাজারের উখিয়া-টেকনাফের পাহাড় ও বন কেটে আশ্রয় নিয়েছেন। এর আগে ৪ লাখের মত রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। সব মিলিয়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছেন।