দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে : ড. কামাল

ডেস্ক রিপোর্ট

ড. কামাল হোসেন
ড. কামাল হোসেন। ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন।

আজ বুধবার বিকালে মতিঝিল তার নিজ চেম্বারে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। বিকেল ৪টার দিকে শুরু হওয়া বৈঠক চলে প্রায় সন্ধ্যা ৬টা পর্যন্ত।

universel cardiac hospital

কামাল হোসেন বলেন, দেশে ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আমরা মনে করি এসবের বিরুদ্ধে আন্দোলনকে আরো জোরদার করতে হবে। জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

তিনি বলেন, আজকের বৈঠকে আমরা ঐক্যমতে পৌঁছেছি যে আমাদের সক্রিয়ভাবে মাঠে নামতে হবে। দেশে সভ্যতা ফিরিয়ে আনার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে।

কামাল হোসেন বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা লক্ষ্য করছি। যারা আইন ভঙ্গ করছে তাদের ব্যাপারে তারা নিষ্ক্রয়। যারা নাগরিকদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের তৎপরতা দেখছি না। অন্যদিকে যারা বিভিন্নভাবে মানবাধিকারের পক্ষে দাঁড়াচ্ছে পুলিশ তাদের বিরুদ্ধে তৎপরতা দেখাচ্ছে।

তিনি বলেন, আমরা মনে করি জরুরি ভিত্তিতে ঐক্যবদ্ধ একটা উদ্যোগ নিয়ে দেশের মানবাধিকার রক্ষা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার বলে আমরা আজকে এখানে বসেছি।

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, জেএসডির সভাপতি আসম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা ডা. জাহিদুর রহমান, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের কার্যকরি সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, অধ্যাপক আবু সাঈদ প্রমুখ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে