রানা প্লাজা ট্র্যাজেডি : ৬ বছর পূর্তিতে ১১৩৪ মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ

বিশেষ প্রতিনিধি

রানা প্লাজা ট্র্যাজেডি
রানা প্লাজা ট্র্যাজেডি। ফাইল ছবি


২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা বহুতল ভবন ধসে পড়লে ১ হাজার ১৩৪ জন নিহত হন।

সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ছয় বছর পূরণ হচ্ছে আজ বুধবার। দিনটি সামনে রেখে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাভারের ঘটনাস্থলে ১১৩৪ মোমবাতি জ্বালিয়ে হতাহত ও নিখোঁজদের স্মরণ করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠন, উদ্ধারকর্মী ও হতাহত শ্রমিকদের স্বজনরা।

ওই ভবনের সামনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে ও অস্থায়ী বেদিতে ফুল দিয়ে এক মিনিট নীরবতা পালন করে নিহত কর্মীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত হন ১ হাজার ১৩৪ জন।

মোমবাতি প্রজ্বালনে আসা শ্রমিক সংগঠনের নেতা ও শ্রমিকরা রানা প্লাজার জমিটি শ্রমিকদের পুনর্বাসনের জন্য ব্যবহারসহ বেশ কিছু দাবি জানান।

এর মধ্যে রয়েছে আহতদের আজীবন চিকিৎসা দেওয়া, ঘটনার দিনটিকে শোক দিবস ঘোষণা, হতাহত ও নিখোঁজ পরিবারের শিশুদের লেখাপড়া নিশ্চিত করা, দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রদান, আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত, আহত উদ্ধারকর্মীদের চিকিৎসা, স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ, হতাহত পরিবারের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা।

আজ বুধবার সকাল নয়টায় রানা প্লাজা ট্র্যাজেডির ষষ্ঠ বার্ষিকীতে দেশের বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিকরা ঘটনাস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে রানা প্লাজা বহুতল ভবন ধসে পড়লে ১ হাজার ১৩৪ জন নিহত হন। আহত হন হাজারের বেশি কর্মী।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে