শ্রীলঙ্কায় ফের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাজধানী কলম্বো থেকে ৪০ কিলোমিটার পূর্বে পুগোদা শহরে ম্যাজিস্ট্রেট আদালতের পেছনে এ বিস্ফোরণ ঘটে।
বৃহস্পতিবারের এই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দেশটির পুলিশ।
পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা বলেন, নিম্ন আদালতের পেছনে ফাঁকা স্থানে বিস্ফোরণ ঘটে। পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করছে।
গত কয়েকদিনের মতো এটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ছিল না বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।
ইস্টার সানডেতে শ্রীলঙ্কার গির্জা-হোটেলসহ আটটি স্থানে ধারাবাহিক বোমা হামলায় ৩৫৯ জন নিহত হন। আহত হয়েছেন ৫শ’র বেশি মানুষ।
ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা রোববার সকালে গির্জায় প্রার্থনা করার সময় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটিসহ দেশটির তিনটি গির্জায় একযোগে বোমার বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময় কলম্বোর তিনটি পাঁচ তারকা হোটেল– শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবুরিতেও বোমার বিস্ফোরণ হয়।
সকালে ছয়টি স্থাপনায় হামলার কয়েক ঘণ্টা পর দুপুরে কলম্বোর দক্ষিণাঞ্চলের দেহিওয়ালা এলাকায় একটি হোটেলে সপ্তম বিস্ফোরণটি ঘটে। এরপর কলম্বোর উত্তরে ওরুগোদাওয়াত্তা এলাকায় আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া যায়।
হামলার পর থেকে শ্রীলঙ্কার জনমনে আতঙ্ক বিরাজ করছে।