বিশ্বকাপের জার্সি গায়ে বাংলাদেশ দল

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের জার্সি গায়ে বাংলাদেশ দল
বিশ্বকাপের জার্সি গায়ে বাংলাদেশ দল

আগামী ১ মে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে অংশ নিতে ঢাকা ছাড়বে মাশরাফি বিন মর্তুজার দল।

এদিকে, আজ সোমবার উন্মোচিত হয়েছে বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি। এদিন মিরপুরে বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফির হাতে জার্সি তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বিশ্বকাপের জার্সি গায়ে ক্রিকেটারদের ফটোসেশনও হয়েছে। সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে বিশ্বকাপ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছেন মাশরাফি।

তিনি বলেছেন, এটি তার শেষ বিশ্বকাপ। সুতরাং, বিশ্ব মঞ্চে নিজের সেরাটা দিয়ে দলকে ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করবেন তিনি।

আগামী ৩০ মে-১৪ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর। বিশ্বকাপে খেলতে নামার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে মাশরাফি বিন মর্তুজার দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী ৫-১৭ মার্চ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে