জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪১ দিনের ছুটি

ক্যাম্পাস ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

মে দিবস, গ্রীষ্মকালীন ছুটি, বৌদ্ধ পূর্ণিমা, জুমাতুল বিদা, পবিত্র রমজান, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বুধবার (১ মে) থেকে দীর্ঘ ৪১ দিনের ছুটি শুরু হচ্ছে। তবে প্রশাসনিক কার্যক্রম আগামী ২৪ মে পর্যন্ত চলবে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ছুটি ঘোষণা করা হয়।

universel cardiac hospital

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ৪১ দিন শুধু ক্লাস বন্ধ থাকবে। তবে রমজানের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলোতে জরুরি কাজ চালানোর জন্য স্বল্পসংখ্যক কর্মচারী রাখার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট বিভাগ ও অফিসকে অনুরোধ করা হয়েছে।

ডেপুটি রেজিস্টার (শিক্ষা) আবু হাসান জানান, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম ২৬ মে বন্ধ হবে। ১০ জুন থেকে আবার দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।

তবে ছুটির সময় প্রয়োজন মনে করলে যেকোনো বিভাগ পরীক্ষা নিতে পারবে। ছুটি শেষে আগামী ১১ জুন থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে