বিজেপির বিরুদ্ধে তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

বিজেপি-তৃণমূল কংগ্রেস
বিজেপি-তৃণমূল কংগ্রেস। ছবি-সংগৃহিত

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বর্ধমানে বিজেপির নেতৃত্বে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

সোমবার রাতে বর্ধমানের নারীগ্রামে এই ঘটনা ঘটে। নারীগ্রামের পূর্বপাড়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর ছাড়াও কাছাকাছি আরও কয়েকটি বাড়ি ও ক্লাবঘরে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

বিজেপির বিরুদ্ধেই অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল কর্মী ও সমর্থকরা। এই ঘটনাকে ঘিরে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

তবে বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের ধরেই এই ঘটনা ঘটেছে। এর পেছনে বিজেপির কোন হাত নেই। কোন কারণ ছাড়াই বিজেপিকে দোষারোপ করা হচ্ছে বলে দলটির নেতা-কর্মীরা দাবি করেছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে