লম্বালম্বিভাবে টিভি দেখতে সেরো মডেলের নতুন টিভি আনতে যাচ্ছে স্যামসাং। টিভিটি চাইলে সোজাসোজিভাবেও দেখা যাবে।
বর্তমানে স্মার্টফোনের অ্যাপগুলো টিভিতেও দেখা যায়। তাই মিলেনিয়ালসদের (২০০০ সালের পর যারা বড় হয়েছে) কথা ভেবে লম্বা স্ক্রিন তৈরি করেছে স্যামসাং। নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে সিঙ্ক করে বিভিন্ন কনটেন্ট দেখা যাবে এতে। স্মার্টফোনের ছবি বা ভিডিও দেখা ছাড়াও অফিসের প্রেজেন্টেশনের কাজে এটি ব্যবহার করা যাবে।
হরিজেন্টাল মোডেও এটি প্রচলিত টিভির মতোই কাজ করবে। সেরোতে থাকবে ৪কে আল্ট্রা এইচডি রেজুলেশন, ৬০ ওয়াটের সাউন্ড ও স্যামসাংয়ের ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিক্সবি।
টিভিটি যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে কিনা তা জানা যায়নি। তবে দক্ষিণ কোরিয়ার বাজারে এটি মে মাসের শেষে পাওয়া যাবে। সেরো টিভির দাম ধরা হয়েছে ১৬৩০ ডলার (১ লাখ ৩৬ হাজার ৯২০ টাকা)।