ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বিমানের ২ ফ্লাইট বাতিল

ডেস্ক রিপোর্ট

বিমান
ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

জানা যায়, আজ শুক্রবার ঢাকা-যশোর বিজি ৪৬৭ ও যশোর-ঢাকা বিজি ৪৬৮ ফ্লাইট দুটি বাতিল করা হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এই তথ্য নিশ্চিত করে জানান, বিমানের শনিবারের ঢাকা-কলকাতার সকালের বিজি ০৯৫ ফ্লাইট বিলম্ব হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শাকিল মেরাজ গণমাধ্যমকে জানান, ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘ফণী’, নিয়ে বিমানের পক্ষ থেকে আমরা ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি এবং আবহাওয়া গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা এর গতিপথ বিচার বিশ্লেষণ করে যদি প্রয়োজন হয় তাহলে কয়েকটি রুটের ফ্লাইট বাতিল করা হতে পারে।

এদিকে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ফণী’ ইতিমধ্যে ভারতের উড়িষায় আঘাত হেনে পশ্চিমবঙ্গের দিকে আসছে। এটি বাংলাদেশের খুলনা অঞ্চল দিয়ে শুক্রবার রাতে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। ‘ফণী’র প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে