ফনি শঙ্কার ভেতর বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনাল

ক্রীড়া ডেস্ক

ফনি ঝড়ের শঙ্কার মধ্যেই আজ বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনালে লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

প্রথমবারের মতো বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপের আয়োজন করে বাংলাদেশ। এতে অংশ নেয় ৬টি দেশের অনূর্ধ্ব -১৯ নারী দল।

‘বি’ গ্রুপে বাংলাদেশে সঙ্গে ছিল সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তান। ‘এ’ গ্রুপে ছিল লাওস, তাজিকিস্তান ও মঙ্গোলিয়া।

‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ উঠেছে ফাইনালে। আর ‘এ’ গ্রুপ থেকে লাওস। দুই দলই টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত।

টুর্নামেন্টে আক্রমণাত্মক ফুটবল খেলে নজর কেড়েছে লাওস। তবে বাংলাদেশও শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। এদিকে নিজেদের আক্রমণাত্মক খেলা ধরে রেখে খেলবে লাওস।

দলটির কোচ ভনমিসে সৌবৌয়াখামের বলেছেন, ‘সেমি ফাইনালে খেলার প্রাথমিক লক্ষ্য পেরিয়ে এখন আমরা ফাইনালে। শেষ ম্যাচের জন্য দল শতভাগেরও বেশি প্রস্তুত। গত ম্যাচগুলোতে আমরা যেভাবে খেলেছি, ফাইনালেও একইভাবে আক্রমণাত্মক খেলতে চাই।’

টুর্নামেন্টে স্বাগতিক দল বাংলাদেশ। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টকে স্মরণীয় রাখার স্বপ্ন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটনের। আর তার জন্য চাই শিরোপা জয়।

ছোটনের কথায়, ‘ফাইনালে ওঠার প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। এবার শিরোপা জিতে বঙ্গমাতা ফুটবলের প্রথম আসরটিকে স্মরণীয় করে রাখতে চাই।’

এদিকে চোট পাওয়া দুই ফরোয়ার্ডের মধ্যে কৃষ্ণা রানীকে ফাইনালে পাচ্ছে বাংলাদেশ। কিন্তু সিরাত জাহান স্বপ্নাকে পাচ্ছে না দল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে