সৌদি আরবে সড়ক দুর্ঘটনা : নিহত বাংলাদেশিদের পরিচয় প্রকাশ

প্রবাস ডেস্ক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিচয় পাওয়া গেছে। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে সাগরা শহরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ১০ বাংলাদেশি। আহত হন আরও সাত জন।

সৌদি আরবে বাংলাদেশ মিশনের উপপ্রধান নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি আরব দুতাবাস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, দুর্ঘটনায় হতাহতরা আল হাবিব কোম্পানি ফর ট্রেডিং কমার্শিয়াল কন্ট্রাক্টস লি. এর শ্রমিক। একটি মিনিবাসে করে কর্মস্থলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে চালকসহ মোট আরোহী ছিলেন ১৭ জন।

দুর্ঘটনায় নিহত বাংলাদেশিরা হলেন- টাঙ্গাইলের ঝাগরমান গ্রামের হাবেজ উদ্দিনের ছেলে বাহাদুর; কুষ্টিয়ার মাধবপুরের মো. আনোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম; ময়মনসিংহের রঘুনাথপুরের মো. আব্দুল খালেকের ছেলে মো. ইউনুস আলি; নরসিংদীর তারাকান্দির মান্নান মাঝির ছেলে জামালউদ্দিন মাঝি; নওগাঁর তেগরার মো. তফিউজউদ্দিন মৃধার ছেলে গিয়াসউদ্দিন মৃধা; কিশোরগঞ্জের বাহাদিয়ার মো. গিয়াসউদ্দিনের ছেলে মো. জুয়েল; নরসিংদীর তাতারদির রশিদের ছেলে ইমদাদুল; নরসিংদীর দমনমারার আব্দুল মান্নান শেখের ছেলে মো. আল আমিন; নওগাঁর তুরুকবাড়িয়ার মো. রমজান আলীর ছেলে মো. মানিক ও টাঙ্গাইলের কস্তুরিপাড়ার মো.শামসুল হকের মনির হোসেন।

এছাড়া, দুর্ঘটনায় আহত হয়েছেন, নুরুল ইসলাম, মো. রশিদুল ইসলাম, মো. নাজমুল, মো. ইউসুফ আলী, ফুল মিয়া, রায়হান মিয়া ও রাজিব নামের সাত জন। এদের মধ্যে নুরুল ইসলাম, মো. রশিদুল ইসলামের অবস্থা আশংকাজনক। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং-এর আইন সহকারী জনাব জুবায়ের আহমেদ বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে পরিদর্শন করেন।

উল্লেখ্য, গতকাল রিয়াদ দুতাবাস থেকে বলা হয়েছিল নিহতের সংখ্যা ১১ জন। তবে পরবর্তীতে সে সংখ্যা ১০ জন বলে নিশ্চিত করেছেন দূতাবাসের এক কর্মকর্তা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে