এমবাপে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ , নেইমারকে নিয়ে তদন্ত শুরু

ক্রীড়া ডেস্ক

এমবাপে - নেইমার
এমবাপে, নেইমার। ছবি- অনলাইন

পিএসজির ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। রেনের বিপক্ষে ফরাসি কাপের ফাইনালে লাল কার্ড দেখার কারণে এই নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রেঞ্চ ফুটবল কর্তৃপক্ষ

এদিকে সমর্থকের সঙ্গে বাজে আচরণ করা পিএসজির আরেক তারকা নেইমারকে নিয়ে তদন্ত শুরু করার কথাও জানিয়েছে সংস্থাটি।

গত শনিবার প্যারিসের ফাইনালে টাইব্রেকারে ৬-৫ গোলে হারে পিএসজি। নির্ধারিত সময় ২-২ সমতার পর অতিরিক্ত সময়ও স্কোরলাইন অপরিবর্তিত থাকে। ১১৮তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এমবাপে।

universel cardiac hospital

নিষেধাজ্ঞার কারণে এরই মধ্যে লিগ ওয়ানে মোঁপেলিয়ের বিপক্ষে খেলতে পারেননি এমবাপে। খেলতে পারবেন না নিস ও অঁজির বিপক্ষে লিগের পরের দুই ম্যাচেও।

তবে লিগে মৌসুমের শেষ দুই ম্যাচে খেলতে কোনো বাধা নেই ২০ বছর বয়সী এই ফুটবল তারকার।

ফরাসি কাপের ফাইনালের পর নিজেদের পদক সংগ্রহ করতে যাওয়ার সময়ে মোবাইলে ভিডিও করতে থাকা এক দর্শকের সঙ্গে বাজে ব্যবহার করেন নেইমার। হাত দিয়ে মোবাইল ফোন নামিয়ে দেওয়া ছাড়াও মুখে হালকা ঘুষি মারেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে এফএফএফ। সংবাদ মাধ্যমে খবর, এ অভিযোগে ২৭ বছর বয়সী নেইমারকে ফ্রান্সের ঘরোয়া ফুটবলে সর্বোচ্চ আট ম্যাচের জন্য নিষিদ্ধ করতে পারে ফ্রেঞ্চ ফুটবল কর্তৃপক্ষ।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির মধ্যে শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বাজে মন্তব্য করায় গত শুক্রবার নেইমারকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় তিন ম্যাচ নিষিদ্ধ করে উয়েফা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে