সুদানে দাবানলে পুড়ে ছাই ঘুমন্ত জনপদ, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক

সুদানে দাবানলে পুড়ে ছাই ঘুমন্ত জনপদ, নিহত ৫০
দক্ষিণ সুদানে দাবানলে চারটি গ্রাম পুড়ে ছাই হয়ে যায়। ছবি : ইন্টারনেট

দক্ষিণ সুদানে দাবানলে চারটি গ্রাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে দেশটির লোল রাজ্যের বাহর আর ঘাজল অঞ্চলের চারটি গ্রাম ।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রামগুলো প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ায় দেরি খবর পেয়েছেন তারা। খবর আফ্রিকান সংবাদমাধ্যমের।

universel cardiac hospital

আফ্রিকান সংবাদমাধ্যম দ্যা ইস্টআফ্রিকান ও আনাদোলু জানায়, দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের মুখপাত্র অ্যাটেনি ওয়েক জানান, রোববার এই দাবানল শুস্ক বাতাসে আরো ছড়িয়ে পড়ে।

দাবানলে আরো অন্তত ৬০ জন আহত হয়েছে, যাদের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে ঘটনাটি ঘটেছে। তাই আহতদের দেওয়া চিকিৎসা সেবা পর্যাপ্ত নয়।

দাবানল গ্রামে প্রবেশের সময় গ্রামবাসীরা ঘুমাচ্ছিলেন। তাই কিছু বুঝে ওঠার আগেই পুড়ে মরেন অনেকে। হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু।

আক্রান্ত লোল রাজ্যের তথ্যমন্ত্রী মাথক ওয়াল আজ মঙ্গলবার জানিয়েছেন, দাবানলে কোরোক ইস্ট জেলার ১৩৮টি বাড়ি পুড়ে গেছে এবং ১০ হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে