ইতিবাচক রাজনীতিতে ছাত্রদের ভূমিকা রাখতে হবে : জি এম কাদের

রাজনীতি ডেস্ক

বন্যা-ডেঙ্গু মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান
জিএম কাদের। ফাইল ছবি

পড়াশোনার পাশাপাশি দেশের ইতিবাচক রাজনীতিতে ছাত্রদের ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আজ বুধবার দুপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় জাতীয় ছাত্র সমাজ নেতাদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে এ সব কথা বলেন গোলাম মোহাম্মদ কাদের এমপি।

তিনি বলেন, দেশের যোগ্য নাগরিক হিসেবে অবদান রাখতে হবে দেশের স্বাবলম্বিতা ও উন্নয়নে। পাশাপাশি বাংলাদেশের রাজনীতির জীবন্ত কিংবদন্তি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দিতে ছাত্রদের এগিয়ে আসতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য এমএ কাশেম, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মোস্তাকুর রহমান মোস্তাক, শফিকুর ইসলাম শফিক, মো. নোমান মিয়া, হাসিবুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদ শফিউল্লাহ শফি, শাহী-ই- আজম, মনিরুল ইসলাম মিলন, ফখরুল আহসান শাহাজাদা, নির্মল দাশ, মো. হেলাল উদ্দিন, আব্দুল হামিদ ভাসানী, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, ছাত্র বিষয়ক সম্পাদক ইফতেখার আহসান হাসান, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু প্রমুখ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে