দক্ষিণ আফ্রিকায় ফের বাংলাদেশি খুন

প্রবাস ডেস্ক

মো. শাহজাহান
নিহত মো. শাহজাহান

দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথদের কোষ্টেনে মো. শাহজাহান নামে এক বাংলাদেশি ব্যবসায়ী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

কাস্টমার সেজে এক আফ্রিকান মঙ্গলবার সকালে মো. শাহজাহানের দোকানে ‘পাই’ কিনতে আসে। এ সময় মো. শাহজাহান দোকান থেকে বের হচ্ছিলেন। আর তখনই ঐ আফ্রিকান পেছন থেকে শাহজাহানের মাথায় ও বুকে ৩টি গুলি করে দ্রুত পালিয়ে যায়।

universel cardiac hospital

আশঙ্কাজনক অবস্থায় মো. শাহজাহানকে মার্কেনটাইল হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত শাহজাহানের গ্রামের বাড়ি বাংলাদেশের কুমিল্লার লাঙ্গল কোর্ট এলাকায়।

এখনও খুনের কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে স্থানীয় বাংলাদেশির ধারণা (অবৈধ) চোরা মালের ক্রয়-বিক্রয় নিয়ে বনিবনা না হওয়ায় এ ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে