মোদিকে ‘দাঙ্গাবাজ’ বলে আক্রমণ করলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক

মোদি-মমতা
ফাইল ছবি

ভারতের লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা যেন রীতিমতো কথার যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। শেষ ২ ধাপের নির্বাচনের প্রচারে গিয়ে প্রতিদ্বন্দ্বীকে যে কোনো ভাষায় আক্রমণ করছেন প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘দাঙ্গাবাজ’ বলে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

গতকাল বুধবার পশ্চিম মেদিনীপুরে এক জনসভায় মোদির উদ্দেশে মমতা বলেন, ‘মোদির ব্লক স্তরের কাউন্সিলর হওয়ারও কথা নয়। টাকা দিয়ে, দাঙ্গা করে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। লোকে ভেবেছিলেন, প্রধানমন্ত্রী হয়ে হয়তো উনি খানিকটা বদলাবেন। কিন্তু তিনি বদলাননি। পাঁচ বছর ধরে সকলকে হুমকি দিয়েছেন।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গদি ছাড়ার হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘১৯৪২ সালে মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন, ইংরেজ ভারত ছাড়ো। আজ বাংলা বলছে, মোদী তুমি গদি ছাড়ো। ক্ষমতা ছাড়ো।’

universel cardiac hospital

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারের খবরে বলা হয়, মোদির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ভোটের লড়াইকে মহাত্মা গান্ধীর ‘ভারত ছাড়ো’ আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ‘আমাদের দেশভক্তি শেখাচ্ছে। স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিল নরেন্দ্র মোদির দল? গান্ধীকে যে মেরেছিল, আজ তার নামে ভারতে জিন্দাবাদ বলা হচ্ছে।’

এর আগে পশ্চিমবঙ্গে জনসভায় এসে মোদি বলেছিলেন, আগে তৃণমূল নেত্রীকে তিনি ‘স্বচ্ছ ভাবমূর্তির’ বলে মনে করতেন। কিন্তু ক্ষমতায় এসে মমতা তার সেই ধারণা বদলে দিয়েছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে