ম্যাচ ফিক্সিং : শ্রীলংকার দুই ক্রিকেটার নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক

শ্রীলংকার দুই ক্রিকেটার নিষিদ্ধ
নয়ান জয়াসা ও অভিষেক গুনারদেনার। ফাইল ছবি

সনাথ জয়াসুরিয়া কাণ্ডের অবসান হতে না হতেই আবারও বিতর্কের মুখে শ্রীলংকা ক্রিকেটে। আইসিসি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে শ্রীলংকার দুই ক্রিকেটার নয়ান জয়াসা ও অভিষেক গুনারদেনারকে নিষিদ্ধ করেছে।

লংকান কিংবদন্তি সনাথ জয়সুরিয়া কিছুদিন আগে নিষিদ্ধ হয়েছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে জয়াসুরিয়াকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসি বলছে, গত বছরের ডিসেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিতে টি-টেন ক্রিকেটে অর্থের বিনিময়ে ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত ছিলেন জয়াসা ও অভিষেক। প্রথমজন বল হাতে আগুন ঝরাতেন। দ্বিতীয়জন ব্যাটিংটা করতেন ভালোই।

জয়াসা শ্রীলংকার হয়ে ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। ১০ বছরের ক্যারিয়ারে ৩০ টেস্ট ও ৯৫টি ওয়ানডে খেলেছেন তিনি।

আর অভিষেক ১৯৯৯ থেকে ২০০৬ পর্যন্ত ৭ বছরে ৬ টেস্ট ও ৬১টি ওডিআই খেলেন। এ বছরের শুরুর দিকে লংকান জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্বে ছিলেন তিনি।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে