চোরাচালানের গল্প এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত মানুষের জীবনযাত্রা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘সিতারা’। পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে ফজলুর রহমান বাবু, জাহিদ হাসান, ভারতের রাইমা সেন ও বাহুবলীর অভিনয়শিল্পী এম নাসের।
ভিন্নধর্মী গল্পের এই ছবি মুক্তি পেতে চলেছে তামিল ও তেলেগু ভাষাতে। বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে পশ্চিমবঙ্গে পোশাক পাচার হয়। তিস্তা নদীকে কাজে লাগিয়ে পাচার করা পোশাক শিয়ালদহ পৌঁছায়। এরপর সেখান থেকে ভারতের বিভিন্ন প্রান্তে পৌঁছায়।
- আরও পড়ুন>> নুসরাত হত্যা: ওসি মোয়াজ্জেম হোসেন বরখাস্ত
‘সিতারা’ ছবিতে ফজলুর রহমান বাবুর স্ত্রী আর জাহিদ হাসানের প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন রাইমা সেন। ছবিটি পরিচালনা করছেন আশীষ রায়। আগামী ৩১ মে বাংলা, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘সিতারা’ ছবিটি।