পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীরা একটি পাঁচ তারকা হোটেলে হামলায় চালিয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছে।
আজ শনিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই হামলা হয়। সে সময় হোটেলে কত লোক ছিল তা নিশ্চিত নয়।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, হামলার পর বন্দর শহর গওয়াদরের পার্ল কন্টিনেন্টাল হোটেলের অধিকাংশ অতিথিকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে।
তারা বলছে, তারা চীনা এবং অন্য বিদেশি বিনিয়োগকারীদের টার্গেট করেছে।
নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো বলছে, কমপক্ষে তিনজন বন্দুকধারী হোটেলের দ্বিতীয় তলা অংশ থেকে গুলি ছুড়ছে। গোয়াদারে চীন শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে। এই হোটেলটিতে নিয়মিত প্রচুর বিদেশি থাকেন।
বালুচিস্তান পাকিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র এবং অনগ্রসর প্রদেশ। বহুদিন ধরে সেখানে সশস্ত্র বিচ্ছিন্নতবাদী আন্দোলন চলছে।
বালুচিস্তানে একাধিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা রয়েছ। তাদের মধ্যে রয়েছে পাকিস্তানী তালেবান, বালুচিস্তান লিবারেশন আর্মি এবং কট্টর সুন্নি জঙ্গি গোষ্ঠী লশকর-ই-জাংভি।
- বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল পাকিস্তানকে হারাল
- ১০ মাসে রেমিট্যান্স এসেছে ১৩৩০ কোটি ডলার
- ভারতে নতুন প্রদেশ প্রতিষ্ঠার ঘোষণা আইএসের
বিবিসির জিল ম্যাকগিভারিং বলছেন, এসব সমস্ত্র গোষ্ঠীগুলো চীনা বিনিয়োগের বিরুদ্ধে। কারণ তারা মনে করে এই বিনিয়োগে স্থানীয় মানুষের কোনো লাভ হচ্ছে না।