আইপিএল : শিরোপার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে মুম্বাই

ক্রীড়া ডেস্ক

শিরোপার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে মুম্বাই
ফাইল ছবি

এখনো পর্যন্ত আইপিএলের ১১ ফাইনালে টসে জেতা দলই শিরোপা জিতেছে ৮ বার। এ ইতিহাস মাথায় রাখলে আইপিএলের দ্বাদশ আসরে হয়ত শিরোপা জিততে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসই।

কেননা আসরের ফাইনাল ম্যাচে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতেছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। আর সিদ্ধান্ত নিয়েছেন আগে ব্যাট করার।

universel cardiac hospital

এবারের আসরে আগের তিন দেখায় প্রতিবারই চেন্নাইকে হারিয়েছে মুম্বাই। এছাড়াও সবমিলিয়ে ২৭ বারের সাক্ষাতে জয়ের পাল্লাটা ভারী মুম্বাইয়ের দিকে। তারা জিতেছে ১৬ ম্যাচে, ধোনির চেন্নাইয়ের জয় ১১টিতে।

এ ম্যাচে খেলতে নামার আগে নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি চেন্নাই। তবে জয়ন্ত যাদভের পরিবর্তে মিচেল ম্যাক্লেনাঘানকে নিয়েছে মুম্বাই।

দুই দলই এর আগে শিরোপা জিতেছে ৩ বার করে। ফাইনাল জিতে চতুর্থ শিরোপা ঘরে তোলার মিশনে খেলতে নামবে তারা।

মুম্বাই একাদশ

কুইন্টন ডি কক, সুর্যকুমার যাদভ, রোহিত শর্মা, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, মিচেল ম্যাক্লেনাঘান, রাহুল চাহার, লাসিথ মালিঙ্গা এবং জাসপ্রিত বুমরাহ।

চেন্নাই একাদশ

শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো, রবিন্দ্র জাদেজা, দীপক চাহার, হরভজন সিং, ইমরান তাহির এবং শার্দুল ঠাকুর।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে