সোসিয়েদাদের কাছে আবারও রিয়ালের হার

ডেস্ক রিপোর্ট

ঘরের মাঠে গত জানুয়ারিতে লা লিগার প্রথম দেখায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হেরেছিল রিয়াল মাদ্রিদ। রোববার অবশ্য প্রতিপক্ষের মাঠে মধুর প্রতিশোধ নেয়ার দারুণ সুযোগ পেয়েছিল জিনেদিন জিদানের শিষ্যরা।

এ পথে শুরুতে এগিয়েও গিয়েছিল সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। কিন্তু শেষ পর্যন্ত পারেনি দলটি। উল্টো পরপর তিন গোল হজম করে ফের চেনা প্রতিপক্ষের কাছে হেরেছে জিদান শিষ্যরা।

universel cardiac hospital

রোববার রিয়াল সোসিয়েদাদের মাঠে ৩-১ গোলে হেরেছে রিয়াল। এরআগে গত জানুয়ারিতে প্রতিপক্ষের কাছে বার্নাব্যুর ক্লাবটি হেরেছিল ২-০ ব্যবধানে।

প্রতিশোধের ম্যাচে রোববার শুরুতেই এগিয়ে যায় রিয়াল। করিম বেনজেমার বাড়িয়ে দেয়া বল নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করেন ব্রাহিম দিয়াজ।

তবে ম্যাচের ২৬তম মিনিটে রিয়ালের জালে বল জড়িয়ে সোসিয়েদাদকে সমতায় ফেরান স্প্যানিশ ফরোয়ার্ড মিকেল মেরিনো। উইলিয়ান জোসের ব্যাকহিল থেকে পাওয়া বল সহজে জালে জড়িয়ে দেন তিনি।

সোসিয়েদাদ সমতায় ফিরতে কিছুটা হতাশ হয়ে পড়ে রিয়াল। তাইতো দলটি বেশ আক্রমণাত্বক হয়ে ওঠে। তাতে অবশ্য বেশ ক্ষতিই হয় দলটির।

কেননা ৩৮তম মিনিটে জোসের শট ভায়েহো হাত দিয়ে আটকে লালকার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। পেনাল্টি পায় সোসিয়েদাদ। কিন্তু জোসের স্পট কিক ফিরিয়ে রিয়ালের ত্রাতা থিবো কোর্তোয়া।

বিরতির পর অবশ্য রিয়াল শিবিরে চিন্তার ভাজ ফেলে দেন সোসিয়েদাদের ইয়োসেবা সালদুয়া। ৫৭তম মিনিটে সতীর্থের ক্রস থেকে হেডে জাল খুঁজে তিনি। এর ১০ মিনিট পরই অতিথি শিবিরে তৃতীয় পেরেক ঠুকে দেন আনদের বাররেনেচেয়া।

বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা সতীর্থের বাড়ানো বল ধরে মিকেল ওইয়ারসাবালের নেওয়া শট পোস্টে লেগে ফেরার পর ফিরতি শটে কোর্তোয়াকে পরাস্ত করেন তিনি। শেষ দিকে অবশ্য ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল রিয়াল।

কিন্তু ভিনিসিউস জুনিয়র গোলের সুযোগ নষ্ট করেন। যে কারণে প্রতিপক্ষের মাঠ থেকে হার নিয়েই ফিরতে হয়েছে জিদান শিষ্যদের।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে