হুতি বিদ্রোহীদের সৌদি তেল পাম্পে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

হুতিরা সৌদি তেল পাম্পে ড্রোন হামলা চালিয়েছে
ছবি : আরব নিউজ

সৌদি আরবের দুটি পাম্পিং স্টেশনে আজ মঙ্গলবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

দেশটির জ্বালানি মন্ত্রী খালিদ আল ফালিহের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও আরব নিউজের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

universel cardiac hospital

সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের দুটি পাম্পিং স্টেশনে ড্রোন হামলা হয়েছে। পূর্বাঞ্চলীয় প্রদেশের ক্ষেত্র থেকে সৌদি তেল ইয়ানবু বন্দর থেকে পূর্ব উপকূলে নিয়ে যাওয়া হয়।

ইয়েমেনের আল মাসিরাহ টেলিভিশনে বলা হয়েছে, হুতি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে।

হামলায় আট নম্বর স্টেশনে আগুন ধরে যায়। সীমিত ক্ষয়ক্ষতির পর আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে জানান সৌদি জ্বালানি মন্ত্রী।

পরবর্তী সময়ে এক বিবৃতিতে হামলার ঘটনা নিশ্চিত করেছে সৌদি আরমাকো কোম্পানি। তারা বলছে, আট নম্বর পাম্প স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় তারা সাড়া দিয়েছে। সশস্ত্র ড্রোনের মাধ্যমে এই নাশকতা করা হয়েছে। এতে আট ও ৯ নম্বর স্টেশনকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

আল ফালিহ বলেন, উপসাগর ও সৌদি আরবে সম্প্রতি যে হামলা হয়েছে, তা কেবল আমাদের দেশেই না, বিশ্বকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে