রিয়ালের সঙ্গে এডেন হ্যাজার্ডের চুক্তি সম্পন্ন!

ক্রীড়া ডেস্ক

ফরাসি পত্রিকা লে’কিপের প্রতিবেদন সত্যি হলে খুশিতে বুক বাঁধতে পারেন রিয়াল মাদ্রিদ সমর্থকরা। পত্রিকাটি লিখেছে, সামনের মৌসুমে তাদের সেরা টার্গেট খেলোয়াড়কে দলে টানার সব বন্দোবস্ত সেরে ফেলেছে লস ব্লাঙ্কোসরা। ইংলিশ ক্লাব চেলসির বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডের সঙ্গে চুক্তি সারা হয়ে গেছে রিয়ালের!

লে’কিপের প্রতিবেদন অনুযায়ী, হ্যাজার্ডকে কিনতে চেলসির সঙ্গে ১০০ মিলিয়ন ইউরোর দলবদল চুক্তি করেছে রিয়াল। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনই দিতে চায় না লস ব্লাঙ্কোসরা। ২৯মে ইউরোপা লিগের ফাইনালের পরই নিজে দল ছাড়ার ঘোষণা দেবেন হ্যাজার্ড।

universel cardiac hospital

এর আগে গত রোববার বেলজিয়ান তারকা নিজেই জানিয়েছেন আপাতত ইউরোপা লিগের ফাইনাল নিয়ে যত ভাবনা তার। এরপরই চেলসিতে নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানাবেন।

‘আমি নিজের সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তবে এটা শুধু আমার ব্যাপার নয়। আমাদের ইউরোপা লিগ ফাইনাল রয়েছে এবং তারপর এই বিষয়টা নিয়ে ভাবব। আমি চেয়েছিলাম যথাসম্ভব একটা সমাধানে আসতে। কিন্তু তা হয়নি। কবে হবে সেই আশায় রয়েছি।’

ইউরোপা লিগের ফাইনালের পর কিছুদিন বিশ্রাম নিয়ে যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলতে যাবে চেলসি। কিন্তু সে দলে থাকবেন না হ্যাজার্ড। চেলসিকে বিদায় জানিয়ে যোগ দেবেন জাতীয় দলে। বেলজিয়ামের হয়ে খেলবেন কাজাখস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচ।

হ্যাজার্ডের রিয়ালপ্রীতি ইউরোপজুড়ে ওপেন সিক্রেট। হ্যাজার্ড নিজেই বলেছেন রিয়ালে খেলতে আগ্রহী তিনি। তাই প্রয়োজনে ভাঙতে রাজী ২০১২ সাল থেকে চেলসিতে জড়ানো সম্পর্কও।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে