পদ্মা সেতুর ১৩তম স্প্যান আগামীকাল বৃহস্পতিবার বসানোর কথা থাকলেও তার দিনক্ষণ পরিবর্তন হয়ে আগামী রোববার বসানো হবে।
আজ বুধবার প্রকল্পের দায়িত্বশীল সূত্র মত ও পথকে এ তথ্য নিশ্চিত করেছে।
১৫০ ফুট দৈর্ঘ্যের ‘৩-বি’ নম্বরের স্প্যানটি মাওয়া প্রান্তের ১৪ ও ১৫ নম্বর খুঁটির ওপর বসানো হবে। এ স্প্যানটি লাগানো হলে পদ্মা সেতুর মূল অবকাঠামো দৃশ্যমান হয়ে উঠবে ১৯৫০ মিটার।
পদ্মা সেতুর দায়িত্বশীল প্রকৌশলী সূত্র জানায়, ১৩তম স্প্যানটিকে মাওয়া প্রান্তের কুমারভোগ কনস্ট্রাকশনের স্টেক ইয়ার্ডে রাখা হয়েছে।
- ১৪ নভেম্বর খালেদা-তারেকের ঋণখেলাপি মামলার সাক্ষ্যগ্রহণ
- পরিস্থিতি খুব ভয়াবহ জানিয়ে সবাইকে সাবধান হওয়ার আহ্বান ইরানের
- ‘ভারতে বিটিভি দেখানোর বিষয়ে শিগগিরই সুসংবাদ’
রোববার সকালে ৩৬শ’ টন ওজন ক্ষমতার শক্তিশালী ক্রেনবাহী ভাসমান জাহাজ ‘তিয়ান-ই’ স্প্যানটিকে খুঁটির কাছে নিয়ে যাবে। চলতি মাসের শেষদিকে জাজিরা প্রান্তে আরও একটি স্প্যান (১৪তম) বসানোর পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ৬ মে মাওয়া ও জাজিরা প্রান্তের মাঝামাঝি স্থানে ২০ ও ২১ নম্বর খুঁটির ওপর বসানো হয়েছে ১২তম স্প্যান।
প্রকৌশলীরা জানিয়েছেন, ৪২টি খুঁটির ওপর ৪১টি স্প্যান বসানো হবে। এরপরই মাথা তুলবে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের পদ্মা সেতু।