ক‌বি হেনরী স্বপনের জা‌মিন আবেদন মঞ্জুর

সারাদেশ ডেস্ক

কবি হেনরী স্বপন
কবি হেনরী স্বপন। ছবি সংগৃহিত

ক‌বি হেনরী স্বপনের জা‌মিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বিতর্কিত ডি‌জিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া তাঁকে গ্রেপ্তার করা হলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও প্রতিবাদ করেন অনেকেই।

আজ বৃহস্প‌তিবার সকালে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামীম আহম্মেদ তাঁর জা‌মিন মঞ্জুর করেন।

universel cardiac hospital

আদালতে ক‌বি হেনরী স্বপনের পক্ষে আইনজীবী হিসেবে জেলা বারের সভাপ‌তি সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু, সি‌নিয়র আইনজীবী অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালসহ আইনজীবীরা উপ‌স্থিত ছিলেন। অ্যাডভোকেট সুভাশীষ ঘোষ বাপ্পি ও অ্যাডভোকেট সুভাস চন্দ্র দাস গণমাধ্যমকে তাঁর জামিনের তথ্য নিশ্চিত করেছেন।

তাঁরা জানান, বাদী বিবাদী পক্ষের উপ‌স্থি‌তিতে এ জা‌মিন মঞ্জুর করা হয়েছে। আগামী ধার্য তা‌রিখ পর্যন্ত তাকে জা‌মিন দিয়েছেন আদালত।

গত মঙ্গলবার (১৪ মে) হেনরী স্বপনের বিরুদ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আইনে ব‌রিশাল কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হলে সর্বমহলে নিন্দা ও প্র‌তিবাদ সৃ‌ষ্টি হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে