অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়নের কথা জানানো হয়েছে।
একই প্রজ্ঞাপনে নৌপুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসানকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেয়া হয়েছে।
- আরও পড়ুন>> কবি হেনরী স্বপনের জামিন আবেদন মঞ্জুর
ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেয়া হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি তওফিক মাহবুব চৌধুরীকে পুলিশ সদর দপ্তরে ডিআইজি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।