রাজধানীতে হঠাৎ ঝড়ে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের প্যান্ডেল ভেঙে এক মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মত ও পথকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া শফিকুল (৩৮) নামে একজন মুসল্লির মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় ১৫ জন মুসল্লি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মুসল্লিরা জানিয়েছেন, মসজিদে প্রচুর মুসল্লি হওয়ায় মসজিদের দক্ষিণ গেটে মুসল্লিদের নামাজের জন্য একটি প্যান্ডেল করা হয়। সেখানে প্রায় ১৫০ জনের মতো মুসল্লি ছিল। এরপর আমরা ১৪-১৫ জন মুসল্লিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এর মধ্যে ২-৩ জনের অবস্থা গুরুতর দেখেছি।
- কার্যকর হয়নি বাজেটের নতুন সংস্কার প্রস্তাব
- নাসিমকে পদত্যাগের পরামর্শ দিলেন আলাল
- আইন সংশোধনের উদ্যোগ : খেলাপির সম্পদ জব্দের ক্ষমতা পাচ্ছে ব্যাংক
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।