মূর্তি গড়ার রাজনীতিতে মোদী-মমতা বিতর্ক

ডেস্ক রিপোর্ট

মোদি-মমতা
ফাইল ছবি

বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে দেশ জুড়ে ক্ষোভ ও ধিক্কারের মধ্যেই এবার শুরু হল মূর্তি গড়ার রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার উত্তরপ্রদেশে প্রচারসভায় বলেন, তার সরকার বিদ্যাসাগর কলেজে ভেঙে দেওয়া মূর্তির জায়গায় পঞ্চধাতুর নতুন মূর্তি করে দেবে। খবর আনন্দবাজার।

তৎক্ষণাৎ মথুরাপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা জবাব, ‘‘ভিক্ষে চাই না। আমাদের টাকা আছে। বানিয়ে নেব। কিন্তু ওরা ২০০ বছরের হেরিটেজ ফিরিয়ে দিতে পারবে তো?’’

universel cardiac hospital

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের মতোই মোদীও অভিযোগ করেন, মঙ্গলবার কলকাতার বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে ‘তৃণমূলের গুন্ডারা’। মথুরাপুরের সভায় তার আরও অভিযোগ, রাজ্য সরকার প্রমাণ লোপাটের চেষ্টা করছে।

প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী মমতার হুঁশিয়ারি, ‘‘তৃণমূল বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে প্রমাণ করতে না পারলে কান ধরে লক্ষ বার ওঠ-বোস করাব। তোমায় জেলে ঢোকাব। আমার কাছে তথ্য আছে, ভিডিও আছে, তোমরা কী ভাবে মূর্তি ভেঙেছ।’’

কলকাতায় মঙ্গলবার শাহের রোড শো থেকে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ ওঠে। পর দিন বুধবার ওই ঘটনায় তৃণমূলের দিকে পাল্টা আঙুল তোলেন শাহ। কিন্তু ওই দিন এ রাজ্যে প্রচারে এলেও মূর্তি ভাঙা প্রসঙ্গে নীরব ছিলেন মোদী।

বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের মউয়ে ভোটপ্রচারে গিয়ে মোদী বলেন, ‘‘অমিত শাহের রোড শোয়ের সময় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তৃণমূলের গুন্ডারা। যারা এ কাজ করেছে, তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত।

বিদ্যাসাগরের মতাদর্শে বিশ্বাস রাখি। তাই তৃণমূলের গুন্ডাদের জবাব দিতে ওই জায়গাতেই বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি তৈরি করবে আমাদের সরকার।’’

মোদীর মূর্তি গড়ার-মন্তব্যের জবাবে মমতা এ দিন মথুরাপুরের সভায় বলেন, ‘‘মোদীকেই স্ট্যাচু করে দেবে বাংলার জনতা। বাংলার মানুষ তোমাকে জবাব দেবে ভোটের মাধ্যমে।’’

মোদীর বক্তব্য, ‘‘হারের হতাশা দিদিকে ভয় পাইয়ে দিয়েছে। আজ আমাকে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন।’’

মমতা বলেন, ‘‘ওদের নেতারা এসে বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে। উত্তরপ্রদেশে অম্বেডকর, ত্রিপুরায় মার্ক্স, লেনিনের মূর্তি ভেঙেছিল। আমরা কিন্তু করিনি। গতকাল এসেছিলেন, কিন্তু এক বারও দুঃখপ্রকাশ করেননি। আবার বলছে, মূর্তি বানিয়ে দেবে! এত অহঙ্কার!’’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে