ভৈরবে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক রিপোর্ট

মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি : সংগৃহিত

ভ্রাম্যমাণ আদালত কিশোরগঞ্জের ভৈরবে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। অভিযানে তিন ব্যবসায়ীর ৬৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

আজ শনিবার সকালে ভৈরব উপজেলার কমলপুর মধ্যপাড়া ও গাছতলাঘাট এলাকায় ওই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকাল দশটার দিকে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শহরের ভৈরবপুর গাছতলাঘাট এলাকার জাকির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করে।

এছাড়া কমলপুর মধ্যপাড়া এলাকার ব্যবসায়ী হোসেন জাহাঙ্গীরকে ২০ হাজার ও একই এলাকার ব্যবসায়ী সুজন মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, তারা মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রয়জনিত অপরাধ করছিল ও অনুমতিবিহীন অতিরিক্ত পরিমাণের গ্যাস সিলিন্ডার মজুদ রেখেছিল।

এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত সাদমীন।

অভিযানে ভৈরব পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক নাসিমা বেগম ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

জনগণের নিরাপত্তার স্বার্থে ব্যবসায়ীদের সতর্ক করতে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে