লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার

লঞ্চ
ফাইল ছবি

আজ সোমবার থেকে শুরু হচ্ছে নৌপথে ঈদ যাত্রায় লঞ্চের আগাম টিকিট বিক্রি। এ ছাড়া যাত্রীদের সুবিধার জন্য ৩০ মে থেকে ৮ জুন পর্যন্ত চলবে লঞ্চের বিশেষ সার্ভিস।

গতকাল রোববার ঢাকা নদীবন্দরের সভাকক্ষে ঈদ যাত্রার প্রস্তুতিবিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা, প্রশাসন ও নৌযান মালিকপক্ষের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

universel cardiac hospital

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর মাহবুব উল ইসলামের সভাপতিত্বে সভায় জানানো হয়, সোমবার থেকেই নৌবন্দরের টার্মিনাল ভবনে থাকা প্রতিটি লঞ্চের কাউন্টার থেকে টিকিট বিক্রি হবে।

এ ছাড়া ঈদের সময় টার্মিনালে প্রবেশ ও লঞ্চে আরোহণের সময় মোবাইল কোর্টসহ কর্তৃপক্ষের মনিটরিং টিম দায়িত্ব পালন করবে। যারা অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানি করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে